--- সানজিদুল হাসান (এক অপ্রকাশ্য পতিতার জন্য লেখা)
যখন আমি ভালবাসা চেয়েছিলাম, তখন সে ছলনা করেছিল।
আজ আর বাসতে চাইনা, তাই গড়াগড়ি খায় ভালবাসার মিছিল।
লাল গোলাপ পেয়েছি আজ অনেক।
যে রক্ত ঝরেছে আমার তাতে বেচেছি ভালবাসা আর বিবেক।
আজ আমি একা এক একলা মানুষ।
তুমি আমায় ভালবাসতে শিখাওনি, শিখিয়েছ ঘৃণা করতে।
তবে সাবধান তুমি আমার ঘৃণার সম্মুখীন হইও না।
বেচে ফিরতে পারবে না।