"ভুল গুলো তুলে রেখো মনের কিনারায়, ভালো সময় গুলো উড়িয়ে দিয় হাসি ঠাট্টায়... অনেক বার বলেছি আবারো দেখা হবে কোন এক ঠিকানায়, এবার একটু হারাতে চাই অজানায়... ক্ষমা করে দিয়ো আমার ঋণ গুলো না শুধায়, এক জীবন এতো কষ্টের জানি না কি করে মানুষ আরেক জীবন চায়... একবার ঘুমতে দাও আমায় কিছু সময়, হয়তো জেগে উঠে নিজেকে পাবো নতুন ঠিকানায়... কেউ কখনো কারো আপন নয়, অপেক্ষায় আছি বাইরে তাকিয়ে, ছুটির ঘণ্টা কখন বাঁজায়..." --- সানজিদুল হাসান

No comments:

Post a Comment