Bangla Poem

বিদায়
      Shanjedul Hassan

আমি যখন যাব চলে সবকিছু ছেড়ে, তোমরা কেউ কেঁদোনা,
চোখের জলে বুক ভাসিয়ে প্রকাশ করোনা দুঃখ, বেদনা।
দুখের কথা কাউকে কেউ বলো না কারও কাছে গিয়ে,
যা কিছু ঘটে পৃথিবীতে ভালর জন্যই জানবে।
আমার বিদায় বেলায় নিজের মনকে সান্ত্বনা দিও,
না কেঁদে আপন জনদের কাছে টেনে নিও।
অন্যথা যদি কর তবে ব্যথা পাব মনে,
স্মৃতির কথা কখনো তোমরা বলো ুনা এক্ষণে।
আমিতো সব বুঝি, বুঝি তোমাদের মনের ব্যথা,
এখন আমি না পারবো দেখাতে, না পারবো বলতে কোন কথা।
সিক্ত অশ্রুজলে আমি দেখেছি নিজ নয়নে,
মানতে চায় না কোন বাধের বাঁধন স্রোতের ঢলে।
একে একে সবকিছু ভেঙে যায়,
অহমিকা, অহংকার সবার একেবারেই ক্ষয়ে যায়।
ক্ষণিকের জন্য তখন সবাই এক মনে ভাবে,
এ মায়ার সংসারে মিছে আশায় আছি পড়ে।
আমার দোয়া তোমরা সুখে থেকো সবাই,
দুঃখ না করে দোয়া কর যেন আজাব থেকে মুক্তি পাই।
আমি শেষ হয়ে গেছি, তোমরা কেউতা ভেবনা,
আমি এখন ঘুরে বেড়াবো পৃথিবী জোড়া।
সব দেখি, সব বুঝি, সবখানে যাই,
যেসব তোমাদের জানা নাই।
আমি থাকবো তোমাদের মাঝে অতি কাছাকাছি,
তোমরা যা চেননা আমি তা চিনেছি।
তোমরা কাঁদছো তবুও কষ্ট নিয়ে মনে,
আমি এখন সান্তনা তোমাদের দেব কি করে।
যাবার সময় হল এখন আমাকে সাজাও,
ক্ষমা করে দিয়ে সবাই এক হয়ে কাঁধে তুলে নাও।
তোমরা আমাকে রেখে আসো ঐ দূর অজানায়,
চিন্তা করো না, আবারো হবে দেখা, এবারের জন্য বিদায়।