সেই মেয়েটি
Shanjedul Hassan
তুমি কোন এক পুরুষের কল্পনায় আকাঙ্ক্ষার সেই মেয়েটি,
তুমি কারও কাছে রমনী, অভিমানী, তানি, সখি বা ভালবাসা কালজয়ী।
তুমি ফরহাদকে পাগল করে দেয়া সেই এক জন,
তোমার জন্য অমর হয়ে রয়েছে ভালবাসা আজীবন।
তুমি রবি ঠাকুরের সেই কলির গান,
জীবনানন্দ তোমার রূপকে সাজিয়েছে বনলতাসেন।
তুমি বৃষ্টি ঝরা বিকেলে এক কাপ চায়ের সাথে একটু ভালবাসা,
তুমি ঘোর আঁধারের মাঝে দেখাও আলোর আশা।
তুমি কোন এক ঘরের আদরের চাঁদনী বধু,
কোন ফুলে ভ্রমরের জন্য সৃষ্টি মধু।
তুমি এক জীবনের উৎস,
ভালবাসার মায়া ছড়ানো,
কারও কারও জীবন তুমি,
তুমি মজনুর মাঝে অমৃত।
প্রেমিক শাজাহান তোমার ভালবাসাতে,
তাজমহল বানিয়ে দেখিয়েছে পৃথিবীকে।
দেখে তোমার ঐ ঘন কালো চুলের বাহার,
জীবনানন্দ ভুলে গেছে ঘুম আহার।
তুমি যে ভালবাসার সেই অমর স্মৃতি,
তুমি কল্পনার সেই মেয়েটি।