Bangla Poem


অপ্রকাশ্য পতিতা
         Shanjedul Hassan
যখন পতিতাদের কথা ভাবতাম,
তখন মনে খুব ঘৃনা জাগতো যে,
পৃৃথিবীতে এতসব কাজ থাকতে
এরা কেন এমন জঘন্য একটা কাজ বেছে নিয়েছে।

আবার যখন বড় বড় হোটেলের নাইট গার্লের বেশে
কলেজ হোস্টেলের মেয়েদের শরীর বিক্রির কথা ভাবতাম।
 তখন মনে হতো একটু সামান্য কষ্ট থেকে বেঁচে
একটু বেশি সাচ্ছন্দ্যে থাকার জন্য এমন নিষিদ্ধতা ॥

যখন তোমার মাঝে নিজেকে বিলীন করে দিলাম
দেখলাম তুমি ওদেরই একজন।
বরং পতিতা, নর্তকী, নাইট গার্লের চেয়েও তুমি জঘন্য,
নির্লজ্জ, আর ছলনাময়ী, এক কথায় অপ্রকাশ্য পতিতা ॥

 কারণ, ওরা অর্থ নিয়েই শরীর বিক্রির বিনিময় করে,
 আর তুমি অপ্রকাশ্য দেহ বিক্রেতা,
তুমি বিক্রি কর ছলনা আর মিথ্যা প্রেমের অভিনয় দিয়ে।

ওদের কারণে ক্ষতি হয় একজনের অর্থ আর সামান্য সময়,
আর তোমার কারণে নষ্ট হয়ে যায় এক জন মানুষ,
শেষ হয়ে যায় একটি নিষ্পাপ মনের বেঁচে থাকার আকাঙ্ক্ষা ॥